Title
২০২১-২০২২ অর্থবছরে বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা প্রাপ্তির জন্য অনলাইন আবেদন
Details
বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা প্রাপ্তির জন্য আবেদন:
২০২১-২০২২ অর্থবছরে বয়স্ক ভাতা এবং বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা প্রাপ্তির জন্য গুইমারা উপজেলার যোগ্য ব্যক্তিদের কাছথেকে অনলাইন আবেদন আহবান করা যাচ্ছে। ভাতা প্রাপ্তির যোগ্য আবেদনকারাীগণ এনআইডি, মোবাইল নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহকারে অনলাইনে নিজে অথবা ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র বা অন্য যেকোন অবস্থান থেকে আবেদন করতে পারবেন। আগামী ৩১ আগষ্ট ২০২১ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে।
উল্লেখ্য, অনলাইন আবেদন ব্যতিত সরাসরি কোন আবেদন গ্রহন করা হবে না।
উক্ত বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তাগণকে সবিনয়ে অনুরোধ করা হলো।