Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
২০২৩-২৪ অর্থবছরে নতুন করে সমাজসেবা অধিদফতর কর্তৃক প্রদানকৃত সকল ভাতার অনলাইন আবেদন শুরু হয়েছে।
বিস্তারিত
গুইমারা উপজেলায় উপজেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক বিভিন্ন ক্যাটাগরিতে ভাতার অনলাইন আবেদন নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে পূর্বের ভাতা প্রাপ্ত কাউকে নতুন করে আবেদন করার প্রয়োজন নাই। 

আবেদন করার শেষ সময়ঃ ১০ ই সেপ্টেম্বর ২০২৩ খ্রি. 

বিভিন্ন ভাতা প্রাপ্তির যোগ্যতা ও অযোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্রঃ

বয়স্ক ভাতা কত বছর বয়সে দেওয়া হয়ঃ
বয়স্ক ভাতার জন্য আবেদন করতে পুরুষের বয়স ৬৫ বছরের উর্দ্ধে এবং মহিলার বয়স ৬২ বছরের উর্দ্ধে হতে হবে।
বয়স্ক ভাতা পাওয়ার যোগ্যতা ও শর্তাবলীঃ
বয়স্ক ভাতা পাওয়ার জন্য নিম্নোক্তে শর্তগুলো পালন হতে হবে,
১।বাংলাদেশের নাগরিক হতে হবে
২।সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একটি জন্ম নিবন্ধন/জাতীয় পরিচয়পত্র নম্বর থাকতে হবে।
৩।আবেদনকারীর বয়স পুরুষের ক্ষেত্রে ৬৫ বছরের উর্দ্ধে এবং মহিলার ক্ষেত্রে ৬২ বছরের উর্দ্ধে হতে হবে। সরকার কর্তৃক দেয়া একটি নির্দিষ্ট তারিখে এই বয়স হতে হবে। বয়স নির্ধারণের সময় জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন এবং এসএসসি/সমমান পরীক্ষার সার্টিফিকেট অবশ্যই বিবেচনা করতে হবে। এ ক্ষেত্রে কোনো বিরোধ দেখা দিলে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
৪।প্রার্থীর গড় বার্ষিক আয় 10,000 (দশ হাজার) টাকার কম হতে হবে।
৫। আবেদনকারীকে অবশই নিজের জাতীয়পরিচয় পত্র দিয়ে খোলা বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে এবং এই বিকাশ অ্যাকাউন্টি অবশই  অব্যবহৃত থাকতে হবে।  
বয়স্ক ভাতা প্রাপ্তির অযোগ্যতাঃ
১।সরকারি কর্মচারী পেনশনভোগী হলে;
২।দুঃস্থ মহিলা হিসেবে ভিজিডি কার্ডধারী হলে;
৩।অন্য কোনোভাবে নিয়মিত সরকারী অনুদান/ভাতা প্রাপ্ত হলে;
৪।কোনো বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে নিয়মিতভাবে আর্থিক অনুদান/ভাতা প্রাপ্ত হলে।

বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলাদের ভাতার আবেদনের যোগ্যতাঃ
বিধবা ভাতার জন্য অনলাইনে আবেদন যে সকল প্রয়োজনীয় কাগজপত্র লাগে তা হলো:
১।জাতীয় পরিচয় পত্রের কপি;
২।স্বামীর মৃত্যুর সনদ বা প্রমানপত্র (Death Certificate)
৩।আবেদনকারীর ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;
৪।সচল মোবাইল নাম্বার; মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি);
৫।আবেদন ফরম।
৬। স্বামী পরিতাক্তার ক্ষেত্রে জনপ্রতিনিধির প্রত্যয়নপত্র।

প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনের যোগ্যতাঃ
১।সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে
২।প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ অনুযায়ী সমাজসেবা কার্যালয় হতে নিবন্ধন ও পরিচয়পত্র গ্রহণ করতে হবে।
৩।প্রতিবন্ধী ব্যক্তি যে জেলার স্থায়ী বাসিন্দা সে জেলা হতে নিবন্ধন ও পরিচয়পত্র নিতে হবে
৪।মাথাপিছু বার্ষিক আয় ৩৬,০০০ (ছত্রিশ হাজার) টাকার উর্ধে নয় এমন প্রতিবন্ধী ব্যক্তিগণ আবেদন করতে পারবেন।
৫।আবেদনকারীকে অবশ্যই দুঃস্থ প্রতিবন্ধী হতে হবে।
৬।বাছাই কমিটি কর্তৃক নির্বাচিত হতে হবে।
প্রতিবন্ধী ভাতা প্রাপ্তির অযোগ্যতাঃ
১।সরকারি কর্মচারী হলে কিংবা সরকারি কর্মচারী হিসেবে পেনশনভোগী হলে
২।অন্য কোনভাবে নিয়মিত সরকারি অনুদানপ্রাপ্ত হলে
৩।কোন বেসরকারি সংস্থা/সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান হতে 
৪।নিয়মিতভাবে আর্থিক অনুদানপ্রাপ্ত হলে।


সকল ভাতার অনলাইনে আবেদন করার নিয়মঃ 
https://mis.bhata.gov.bd/onlineApplication গিয়ে সকল তথ্য দিন। লোকেশন অন করতে বললে লোকেশন অন করুন। মাঝেমধ্যে কারিগরি কারণে বা  সিস্টেম আপডেটের জন্য আবেদন অসম্পূর্ণ থাকতে পারে। এ ক্ষেত্রে পুনরায় তথ্য দিন।  
বিঃদ্রঃ আবেদনকারীর ভাতা প্রাপ্তির জন্য উপজেলা কমিটির সিধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
ডাউনলোড
প্রকাশের তারিখ
10/08/2023
আর্কাইভ তারিখ
30/09/2023